Home এবারের ঈদে মোট সড়ক দুর্ঘটনার ৪০ শতাংশই মোটরসাইকেলে, তথ্য বুয়েটের || byAdmin —July 15, 2022 0 এবারের ঈদযাত্রায় বিধি-নিষেধ আরোপ করায় গত ঈদের তুলনায় কমেছে সড়ক দুর্ঘটনা। তবে, মোটরসাইকেল দুর্ঘটনার হার কমেনি। সড়কে মোট মৃত্যূর ৪০ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনায়, জানিয়েছে বুয়েট।
Post a Comment