দিনের পর দিন উন্নয়ন প্রকল্পের খড়গ সইতে গিয়ে দিশেহারা রাজধানীবাসী। বিআরটি'র কাজে রাস্তা সংকুচিত হয়ে যাওয়ায় বিমানবন্দর সড়কে অপেক্ষায় থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। খানা-খন্দে থেমে থেমে গাড়ি চলায় অতিষ্ঠ যাত্রী। আবার একটু বৃষ্টি হলেই ভোগান্তি বেড়ে যায় কয়েকগুণ। মেগাসিটির এমন দশায় ক্ষুব্ধ নগরবাসী।
Post a Comment