আর একমাস পরই চলবে ঢাকার প্রথম মেট্রোরেল | Metro Rail | Ekhon TV

 আর একমাস পরই চলবে ঢাকার প্রথম মেট্রোরেল 






মেট্র্রোরেলের কারণে বদলে যাচ্ছে চিরচেনা আগারগাঁও। বাণিজ্যিক চলাচলের শেষ স্টেশন হওয়ার জায়গাটি ঘিরে একটি সুপরিসর পরিবহন হাব গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সংস্থাগুলো। কিন্তু এর নির্মাণ কাজে ধীরগতি আর সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে, মেট্রো চলাচলের শুরুতেই, সব সুবিধা একসঙ্গে প্রাপ্তি নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। 

Post a Comment

Previous Post Next Post