গত বছরের তুলনায় এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা ১৮ শতাংশ কমেছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। প্রাণহানিও কমেছে ২১ শতাংশ। সকালে সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, এবার ঈদুল ফিতরের সময় সড়কে মোট দুর্ঘটনা হয় ৩০৪টি। প্রাণ হারান ৩২৮ জন এবং আহত হন ৫৬৫ জন। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক, অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান।
Post a Comment