রাজধানীতে আন্তঃজেলা বাসের দাপট থাকে দিন-রাতের সব সময়। ৪টি বাস টার্মিনাল থাকলেও তাতে পর্যাপ্ত জায়গার অভাবে অধিকাংশ গাড়ির স্থান হয় সড়কে। সড়ক দখল করে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার মাশুল গুণতে হয় রাজধানীবাসীকেই। বুয়েটের গবেষণা বলছে, একারণে বছরে যানজটে ১৫ থেকে ২০ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। এছাড়া মানসিক ও শারীরিক স্বাস্থ্য ক্ষতির হিসেব করলে অঙ্কটা আরও বড় হবে।
বাস টার্মিনালগুলোর সামনের যানজটে নাকাল রাজধানীবাসী | Dhaka Bus Terminal
Post a Comment