মেয়াদোত্তীর্ণ পরিবহন রং করে নামানো হচ্ছে রাজপথে | Expired vehicles
পরিবহন মালিকদের চাপে প্রজ্ঞাপন স্থগিত। বিশেষজ্ঞদের মন্তব্য, এর মাধ্যমে সুযোগ দেয়া হয়েছে মেয়াদোত্তীর্ণ লক্কড়-ঝক্কড় যান চালানোর। কিন্তু এগুলোই পরিবেশ দূষণ করছে ও দুর্ঘটনার ঝুঁ-কি বাড়াচ্ছে। তবে সড়ক বিভাগের যুক্তি, ব্যক্তিগত ও গণপরিবহনের শ্রেণিবিন্যাস না করায় আগের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।
Post a Comment