সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি পথচারীর মৃত্যু হয় ঢাকা শহরে। ঢাকায় যাঁরা নিম্ন আয়ের মানুষ আছেন তাঁরা একেবারে বাসা থেকে কর্মস্থল পর্যন্ত হেঁটে যাওয়া-আসা করেন। অনেক সময় তাঁদের বাসা থেকে কর্মস্থলের দূরত্ব দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে হয়ে থাকে। সেই সঙ্গে নিম্ন মধ্যবিত্ত যদি যুক্ত করি, তাহলে ওই শ্রেণির বেশির ভাগ পেশাজীবীও গণপরিবহনের পাশাপাশি পায়ে হেঁটে কর্মস্থলে যাতায়াত করেন।
Post a Comment